কাল বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির অডিশন
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য অডিশন(যাচাই-বাছাই কার্যক্রম) আগামীকাল ১৯ এপ্রিল (শুক্রবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত হবে। সম্প্রতি একাডেমির কার্যনির্বাহী পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। দীর্ঘ দিন পরে হলেও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য অন্তভুুক্তি কার্যক্রম চালু হওয়ায় বন্দরের সর্বস্তরের সাংস্কৃতিক প্রেমীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করছে। তারা শিল্পকলার বর্তমান কর্মকান্ডের মুল ধারক উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীকে অভিনন্দন জানান। এদিকে প্রাপ্ত তথ্যনুযায়ী বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য অন্তভুুক্তি কার্যক্রমে এবারই প্রথম প্রায় ২শতাধিক (বিভিন্ন ক্যাটাগরীর) শিল্পী ফরম সংগ্রহ করেন।
You must log in to post a comment.