কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগনেতা বাবুল ও জিয়া’র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র
স্টাফ রিপোর্টারঃ পূর্ব শত্রুতার জের ধরে তাদের বিরুদ্ধে কৌশলে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করে ভূক্তভোগী উভয়ে জানান, পূর্ব শত্রুতার জের ধরে একটি পক্ষ আমাদেরকে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। এই কুচক্রি মহলটি নিয়মিতভাবেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদেরকে জড়িয়ে মিথ্যে ও বানোয়াট সংবাদ রোববারের স্থানীয় কিছু দৈনিক পত্রিকায় প্রকাশিত করছে, যা নিতান্তই হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে ও মানবতার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে যতটুকু সম্ভব দলের ও দেশের জন্য কল্যাণকর হয় এমন কাজ করে যাচ্ছি। আমরা উভয়ে মাদক বা অন্য কোন ঘৃণিত বিষয়ের সাথে জড়িত নই। কোন প্রকার অপরাধমূলক কাজে জড়িত থাকলে নিশ্চই স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি আমরা করতে পারতামনা। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে যা মনগড়া ও ষড়যন্ত্রমূলক। আমরা এ নিউজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাধারণ মানুষ এবং অপর দশজন সাধারণ মানুষের মতই জীবন যাপন করে থাকি। এদিকে এ ধরণের অপপ্রচার চালানোয় কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও স্থানীয়রা এ বিষয়ে তীব্র অসন্তোষ ও নিন্দা জ্ঞাপন করে সাংবাদিকদের জানান, প্রশাসনিকভাবে হেনস্থা করতে এবং মানহানী করতে বাবুল ও জিয়া’র বিরুদ্ধে সাংবাদিকদের নানান কাল্পনিক, মিথ্যে ও ভুল তথ্য দিয়ে পত্রিকায় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা এ নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি। তাই জাতির বিবেক সাংবাদিকদের অনুরোধ জানাব আপনারা সরেজমিনে সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করুন।
You must log in to post a comment.