কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা
স্টাফ রিপোর্টারঃ রোববার (৭ জুলাই) সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার কাঁচপুরে স্বাদ রেস্টুরেন্টে অত্র উপজেলাধীন কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সহ-সভাপতি শামীম মিয়ার সঞ্চালনায় এক বক্তৃতায় কমিটির সভাপতি মাসুম আহমেদ বলেন, জনগণকে সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা দলের সম্মানকে সমুন্নত রেখে সকলে কাজ করবো। সংগঠন বিরোধী ও অপরাধমূলক কাজে কেউ জড়িত থাকলে তার স্থান আমাদের কমিটিতে হবেনা। আগামী ২৭ তারিখ আমরা দলের প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে করতে যাচ্ছি। অপর এক বক্তৃতায় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, পদ পেয়ে ঘরে বসে থাকলে চলবেনা, কাজ করতে হবে। সকলে আমরা ভাই ভাই, তাই একের বিপদে অন্যকে এগিয়ে আসতে হবে। আর সকলকে নিয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবো তাই এখন থেকেই সকলে প্রস্তুতি নিন। এসময় অত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সহ-সভাপতি শামীম মিয়া, তুষার আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, নূরে আলম জিকু, জিয়া, আল আমিন খাঁন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, মোমেন, রুহুল আমিন, দপ্তর সম্পাদক মাহবুব, সহ দপ্তর সম্পাদক শাহজালাল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সানী, সহ প্রচার সম্পাদক রিয়াদ হোসেন কালু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নুর ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাকিল, সহ যুব ও ক্রীড়া সম্পাদক সোহেল, কৃষি বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক ইমন, সদস্য রবিউল হাসান রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
You must log in to post a comment.