আড়াইহাজারে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আলেকা বেগম(১৯) আত্মহত্যা করেছে।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানাগেছে, ২১ মে মঙ্গলবার সকালে উপজেলার গোপালদী পৌরসভাধিন দাইরাদী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার সকালে এলাকার মফিজুল ইসলামের সাথে তার স্ত্রী আলেকা বেগমের পারিবারিক কলহে ঝগড়া হয়। পরে স্বামী মফিজুল ইসলাম সকালে পাওয়ারলুম কারখানায় কাজে চলে গেলে স্ত্রী আলেকা বেগম নিজের ঘরে আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
আলেকা বেগম ৭মাসের গর্ভবতী বলে গোপালদী ফাঁড়ি পুলিশের আইসি এসআই নাসির হোসেন জানায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি সফিকুল ইসলাম জানান,এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
You must log in to post a comment.