আড়াইহাজারে কিশোরী ধর্ষণ,ধর্ষক গ্রেফতার
আড়াইহাজার(নিউজ বন্দর ২৪) : আড়াইহাজারে এক কিশোরীকে রাতের আধাঁরে ঘরে ঢুকে ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষণ মেহেদী হাসান(২২) কে গ্রেফতার করেছে। গত (২এপ্রিল) মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি পূর্বপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
আটককৃত ধর্ষক মেহেদী হাসান উপজেলার বান্টি মধ্যপাড়া এলাকার মনির হোসেনের ছেলে ।
জানা গেছে,গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে দরিদ্র ঘরের কিশোরীটি তার শয়নকক্ষে নিদ্রা যাপন করছিল। রাত ১২টার দিকে কিশোরির চিৎকারে বাড়ির লোকজন জেগে ওঠে কিশোরিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে জানান, ঘটনার দিন কিশোরিটির মা অন্যত্র বেড়াতে যায়। এ সুযোগে ধর্ষক মেহেদী হাসান রাতের কোন এক সময় সুকৌশলে ঘরে ঢুকে ছিল। সে ঘুমন্ত কিশোরিটিকে ধর্ষণের সময় সে জেগে ওঠে। পরে চিৎকার দিলে ধর্ষক মেহেদী হাসান পালিয়ে যায়। ঘটনার পর বুধবার দুপুরে আড়াইহাজার থানা পুলিশ বান্টি এলাকা থেকে ধর্ষক মেহেদী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান,ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।
You must log in to post a comment.