অভিনেতা সালেহ আহমেদ আর নেই
সবাইকে কান্নার জলে ভাসিয়ে দিয়ে জনপ্রিয় টিভি অভিনেতা সালেহ আহমেদ ইন্তেকাল করেছেন। বুধবার দুপুর পৌনে তিনটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারিক সুত্র জানায়, ৮৩ বছর বয়সী এই অভিনেতা বার্ধক্যজনিত নানা অসুস্থ্যতায় ভুগছিলেন। ছয় বছর আগে ব্রেন স্ট্রোক করার পর তিনি চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। গত পরশু সালেহ আহমেদকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়ার সারিয়াকান্দিতে জন্ম নেয়া সালেহ আহমেদ চাকরি করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে।
১৯৯১ সালে অবসরে যাওয়ার পর পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ করেন । অয়োময়, কোথাও কেউ নেইসহ হুমায়ূন আহমেদের বহু নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া আমার আছে জল, শ্রাবণ মেঘের দিন ও আগুনের পরশমণি সিনেমাতেও অভিনয় করেছেন। গুণী এই অভিনেতা স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন।
সালেহ আহমেদকে বুধবার বাদ মাগরিব রাজধানীর উত্তরখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
You must log in to post a comment.