অবশেষে বন্দরে নৌকার মাঝি হলেন রনাঙ্গনের বীর সেনাপতি এমএ রশীদ
অবশেষে বন্দর উপজেলা নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি তথা মহান মুক্তিযোদ্ধের বীর সেনাপতি এমএ রশীদকেই চুড়ান্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড বন্দর উপজেলায় চেয়ারম্যান পদে এমএ রশীদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এ ব্যাপারে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ তার অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে জানান, কেন্দ্রীয় হাই কমান্ড আমার নাম দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দল আমার উপর আস্থা রেখেছে। আমি শতভাগ আশাবাদী বন্দরে নৌকার বিজয় অবশ্যাম্ভাবী।
প্রসঙ্গত, ৯ মে বন্দর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৩১ মে।
You must log in to post a comment.