অনুপ্রয়াসের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে কবিতা পাঠ ও সভা
স্টাফ রিপোর্টার (নিউজ বন্দর ২৪) : বন্দরে অনুপ্রয়াস জাতীয় কবি সংগঠন বন্দর থানা শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধাণ অতিথি হিসেবে বিএম সাবেক প্রিন্সিপাল বীরমুক্তিযোদ্ধা আ: সাত্তার।
রিমঝিম সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ ও অনুপ্রয়াস জাতীয় কবি সংগঠন বন্দর থানা শাখার সভাপতি রোকসানা সামিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা মিজান মিল্কি,বন্দর ্উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, সুর সাগর সাংস্একৃতিক কাডেমির প্রতিষ্ঠাতা এসআই হানিফ মাহমুদ, মাহমুদ,বন্দর শিল্পকলা একাডেমির সদস্য রইস মুকুল, অনুপ্রয়াস জাতীয় কবি সংগঠন বন্দর থানা শাখার সাধারন সম্পাদক সিরাজ মিয়া,রেফারেন্স সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ,মিঠু দাস প্রমূখ।
পরিশেষে মহান মে দিবসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন বক্তারা।
You must log in to post a comment.