৯৯৯ নাইনের কল সিদ্ধিরগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার করলো পুলিশ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থেকে নব জাতকের (২দিন) একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজি রোড এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে নারায়ণঞ্জ জেনারেল হাসপাতালের মর্র্গে পাঠানো হয়ছে বলে জানা গেছে।
৯৯৯ নাইনের কল পেয়ে লাশটি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্র্শক মাহবুবুর রহমান জানায়, রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার ধনুহাজি রোড সংলগ্ন স্বরুপকাঠি নার্সারির পাশে একটি বাজারের বেগ পড়ে থাকতে দেখে স্থানিয়রা। সেটি খুলে একটি নবজাতকের লাশ দেখতে পায় লোকজন। পরে তারা ৯৯৯ নাইনে কল করে বিষয়টি জানায়। সেখান থেকে আমাদের জানালে আমরা গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশটি দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স ২দিন হতে পারে। লাশের শরীরে একটি ক্লিপও পাওয়া গেছে। যা দিয়ে পরে ময়নাদতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধিন রয়েছে।
You must log in to post a comment.