সোনারগায়ে নিরিহ জলিলকে ফাঁসাতে মরিয়া উশৃঙ্খল রাসেল ভূইয়া
সোনারগাঁ(নিউজ বন্দর ২৪) : সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় এসএসএ বিজনেস ডেভেলপমেন্ট লিঃ নামক একটি প্রতিষ্ঠানে ভাংচুরের নাটক করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের বাসিন্দা আব্দুল জলিলসহ রানা,রাজু,সজিব,আসিফদের বিরোদ্ধে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে ভূক্তভোগী আব্দুল জলিল গনমাধ্যমকে এক বিবৃতির মাধ্যমে এ অভিযোগটি করেন।
বিবৃতিতে তিনি জানান,অত্র ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মুলহোতা রাসেল ভূইয়া। তার অত্যাচারে সাধারন জনগন অতিষ্ঠ। দাপটের সহিত সে অত্র অঞ্চলে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। তার বাবা সিরাজুল ইসলাম অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি এবং তারা জামায়াতের মদতদাতা। তাদের বিরোদ্ধে রয়েছে নাশকতাসহ একাধিক মামলা। স্থানীয় বটতলা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে তারা। অথচ ওল্টো আমাদের বিরোদ্ধে অফিস ভাংচুর ও চাদাবাজির অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি মনগড়া,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। গত শুক্রবার বাড়ি ফেরার পথে তারা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ ভাইসহ আমাকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করে রাখে ও চাদা দাবী করে। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে। তাদের বিরোদ্ধে সোনারগাঁও থানায় অভিযোগ রয়েছে। তাছাড়া কিছু অনলাইন পোর্টালের মাধ্যমে আমাদের বিরোদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ মিথ্যে ও বানোয়াট সংবাদের প্রতিবাদসহ নিন্দা জ্ঞাপন করছি।
You must log in to post a comment.