সোনারগাঁয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
সোনারগাঁ(নিউজ বন্দর ২৪) : “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা ও আইসিটি সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, সোনারগাঁও উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁন, সোনারগাঁ উপজেলা ইন্সট্রাকটর নাসরিন জাহান পপি, সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, লোরা আহম্মেদ, তাসলিমা আক্তার, শাহনাজ পারভীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল, সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান, সাধারন সম্পাদক শাহজাহান প্রমুখ। সভায় সোনারগাঁওয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে ১‘শ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টি সাউন্ড সিস্টেম ও ৬২টি মাল্টিমিডিয়া পজেক্টর বিতরণ করা হয়।
You must log in to post a comment.