সোনারগাঁয়ে মাদ্রাসার ছাত্র ৬দিন ধরে নিখোজ
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকায় আল-আমিন পারভেজ (১৩) নামে এক মাদ্রাসার ছাত্র বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় (৩০ জুন) সোমবার রাতে ছাত্রের বাবা আব্দুল হালিম থানায় সাধারন ডায়েরী করেছেন।
জানা যায়, উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকার সানাউল্লার বাড়ীতে বাসা ভাড়া নিয়ে অটোচালক আব্দুল হালিম তার পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার ছেলে আল আমিন পারভেজ কাঁচপুর এলাকার আলী ইবনে আবীতালিব মাদ্রাসায় নামে একটি মাদ্রাসায় পড়াশোনা করে আসছে।
গত ২৬ জুন সকালে বাসা থেকে বের হয়ে মাদ্রাসায় পৌছায়নি ও বাসায়ও ফিরে আসেনি। পরে আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে খোজ করেও তাকে না পেয়ে সোনারগাঁ থানায় একটি ডায়েরী করা হয় (জিডি নং ১৩২৬)। ছেলেটির গায়ের রং শ্যামলা ও পড়নে পাঞ্জাবী, পায়জামা পরিহিত ছিল।
You must log in to post a comment.