সোনারগাঁয়ে পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতর থেকে মরদেহ উদ্ধার
সোনারগাঁ (নিউজ বন্দর ২৪) : সোনারগাঁয়ে একটি পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতর থেকে রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) সকালে জামপুর ইউনিয়নের মহজমপুর যুগিপাড়া গ্রামে এ রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মায়ের অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ রিপোর্টলেখা পর্যন্ত এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে পুইক্কার ছেলে মো.রুবেল হোসেন (২৫) বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে বের হয়।
পরে শুক্রবার সকাল ৮টার দিকে মহজমপুর যুগিপাড়া গ্রামের ইনফিনিটিভ ডাটা পাওয়ার লিমিটেড নামের একটি পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতর বাউন্ডারির পাশে লাশ পড়ে থাকতে দেখে। পরে ফ্যাক্টরির নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সোনারগাঁ থানার পিএসআই মো.ফয়সাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রুবেল এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ী বলে পরিচিত। রুবেলের নামে থানায় মাদক মামলা রয়েছে। তবে বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।
নিহত রুবেলের মা আনোয়ারা বেগম জানান, রুবেল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সে বিভিন্ন সময়ে মাদক সেবন করতো। আমার ছেলেকে কেউ হত্যা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
You must log in to post a comment.