সোনারগাঁয়ের ‘পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরী’র উদ্যোগে ইফতার ও দোয়া
স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নস্থ পঞ্চমীঘাট বাজার সংলগ্ন ভূতপূর্ব পঞ্চমীঘাট মহাবিদ্যালয়ে স্থাপিত ‘পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরী’র উদ্যোগে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, চাকুরিজীবী, সাংবাদিক ও কলামিস্টদের সম্মানার্থে ১ জুন ২০১৯ শনিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে। অত্র লাইব্রেরী’র সভাপতি হাবিবুর রহমান রনির সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য শাহাজাহান মিয়া, সাবেক ইউপি মেম্বার আবুল কাশেম, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহসিন মিয়া উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিউর রহমান, এইচবি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বদিউজ্জামান বদু, সোনারগাঁও গ্র্যাজুয়েট ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুন মোল্লা, সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, অত্র লাইব্রেরী’র সাবেক সভাপতি মোস্তফা কামাল, বিল্লাল হোসেন, শিপন মাহমুদ, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মামুন মুনতাসির উপস্থিত ছিলেন। লাইব্রেরী’র সভাপতি হাবিবুর রহমান রনি, সিনিয়র সহ-সভাপতি শ্রী রাজিব দাস, সহ-সভাপতি সাব্বির আহম্মেদ রুবেল ও আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল, যুগ্ম সম্পাদক শাকিল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন সজীব, ক্রীড়া সম্পাদক সোলায়মান ভূঁইয়া, অর্থ সম্পাদক শাহাদাত ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম, আইন বিষয়ক সম্পাদক এনামুল হাসান কাউসার, সমাজ কল্যাণ সম্পাদক মিমরাজ হোসেন রাহুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রাসেল প্রধান, সহ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান সৈকত, সিনিয়র কার্যকরী সদস্য তাওলাদ হোসেন শান্ত, আব্দুল্লাহ আল মামুন, শ্রী সঞ্জয় দাস, কার্যকরী সদস্য সার্জেন্ট মোঃ রাজিব মাহমুদ, তুহিদ আদনান ও বায়োজিদ হাসান জাবেরের উপস্থিতি ও সার্বিক সহযোগীতায় উক্ত ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে লাইব্রেরী’র পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
You must log in to post a comment.