সিলিন্ডারের অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে মৃত্যু বরণ করল ৯ বছরের ফারিয়াও
অবশেষে ৯ বছরের ফারিয়াও ফতুল্লায় গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ল। শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফারিয়া মৃত্যু বরণ করে। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া ফারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারিয়ার মৃত্যুর মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও তিন সন্তানের সবাই মারা গেলেন।
গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টায় ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ হয় একই পরিবারের মা, মেয়ে ও দুই ছেলে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মা ফাতেমা বেগম (৩৫), ছেলে সাফায়ান (৫) ও ছেলে রাফি (১১) মারা যায়। পরে শুক্রবার রাতে মারা গেল ফারিয়া।
You must log in to post a comment.