সিদ্ধিরগঞ্জে মুক্তিনগর এলাকায় পঞ্চায়েত কমিটি গঠন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি(নিউজ বন্দর ২৪) :সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ডস্থ মুক্তিনগর মহল্লায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আবু জাফরকে (টিপু) সভাপতি এবং খন্দকার আব্দুল মোতালিবকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হাজী আব্দুল মান্নান ও হাজী খোরশেদ আলমসহ ১৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বিকালে মুক্তিনগর এলাকায় মহল্লাবাসীর উপস্থিতিতে নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদল কমিটি দুটি ঘোষণা করেন। পরে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া কামনা করা হয়।
কমিটি ঘোষণার পূর্বে শান্তি-শৃঙ্খলা, উন্নয়নসহ এলাকার গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি কাউন্সিলর শাহাজালাল বাদল। এসময় বক্তব্য রাখেন হাজী ওয়ালী উল্ল্যাহ পাটোয়ারী ও ইয়াকুব আলী। ঘোষিত পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী জিয়াউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অর্থ-সম্পাদক ডাঃ দেলোয়ার হোসেন খাঁন সহ সকল সদস্যবৃন্দ
You must log in to post a comment.