সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক-১৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের সময় ১৭ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ্ পারভেজের নের্তৃত্বে অভিযান চালিয়ে সাইনবোর্ডস্থ শাপলা গেষ্ট হাউস নামের ঐ আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেতারকৃতরা হলো, শাপলা গেষ্ট হাউসের ম্যানেজার মোস্তফা মিয়া (৩২), সাইদুল ইসলাম (৩২), শ্রী মানিক (৩৩), শ্রী মনিম চন্দ্র দাশ (৩৬), আতিকুল ইসলাম (২৪), ফরহাদ হোসেন (২৫), আরিফ হোসেন (২০), সামিউল (২২), তরিকুল হোসেন (২৪), আইয়ুব আলী (৪৫), আহম্মদ হোসেন (২৫), ইব্রাহিম (২৭) এবং পতিতা নাজমা (২২), বর্ষা (২৫), রেখা (৩০), মনি আক্তার (২২) ও শিলা (২১)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ জানান, শাপলা গেষ্ট হাউস অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
You must log in to post a comment.