সাকিবের অগ্নিঝড়া বোলিংয়ে টাইগারদের দাপুটে জয়
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট টিমের দেয়া ২৬৩ রানের টার্গেটে খেলতে নেমে ৪৭ ওভারে ১০ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ২০০ রান। জিততে হলে আফগানিস্তানকে করতে হতো ২৬৩ রান। সাকিবের বিধ্বংসী বোলিংয়ে যা সম্ভব হয়নি। সহ-অধিনায়ক সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ৬২ রানের ব্যবধানে। ব্যাটে-বলে ম্যাচের অবিসংবাদিত নায়ক সাকিব আল হাসানই। যিনি বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন।আফগানদের বিরোদ্ধে অগ্নিঝড়া বোলিং করে সাকিব একাই নেন ৫ উইকেট।
You must log in to post a comment.