শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, ‘১৯৮১ সালের ১৭ই মে ৬ বছরের নির্বাসন শেষে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে ফিরেন। ১৯৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানীতে অবস্থান করছিলেন। ১৯৮১ সাল পর্যন্ত তারা লন্ডন ও দিল্লিতে ছয় বছর নির্বাসিত জীবন কাঁটান। ১৯৮১ সালের ফেব্রুয়ারীতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তাঁর অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি দেশে ফিরে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের হাল ধরেন। তাঁর বুদ্ধিমত্তা, সাহসী মানসিকতা, দৃঢ় মনোবল ও সময় উপযোগী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ আওয়ামী লীগ ৪ বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও দেশে গণতান্ত্রিক গতিধারা বিদ্যমান রয়েছে। তাঁর নেতৃত্বে দেশ আরও উন্নত, ডিজিটাল ও সমৃদ্ধশালী হবে বলে আশা রাখছি। আজকের এই বিশেষ দিনে আমি প্রাণপ্রিয় নেত্রীর সুস্থ্যতা সহ দীর্ঘায়ু কামনা করছি’। ১৭ই মে ২০১৯ শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে জামাই বাজারের নিকটে ডেফোডিল স্কুল এন্ড কলেজে শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জাতীয় ক্যাবল শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জসীম উদ্দিন আহমেদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় ক্যাবল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক রোকন মোল্লা ও বাটা শ্রমিক কর্মচারী ইউনিয়ন টঙ্গী গাজীপুরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ভূঁইয়া উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়া এসময় উক্ত সংগঠনের কয়েক শত নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত থেকে আলোচনা সভা ও দোয়ায় শরীক হয়েছেন এবং ইফতার গ্রহণ করেছেন।
You must log in to post a comment.