শহীদ মিনার হতে ময়লা অপসারন করলো নাসিক
মহানগর(নিউজ বন্দর ২৪): অবশেষে শহীদ মিনারের সামনে থেকে ময়লা অপসারণ করলো সিটি কর্পোরেশন। সংবাদটি সোজা সাপটাসহ বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়।
সোমবার (১৭ জুন) সকাল ১০ টা থেকে শহীদ মিনারের সামনে থেকে ময়লা অপসারন শুরু করে সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মচারীরা।
জানা যায়,১৫/২০ দিন ময়লা গুলো পড়েছিল।সিটি কর্পোরেশন ময়লা গুলো অপসারণ না করায় শহীদ মিনারে আগতদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
সিটি কর্পোরেশনের কনজারভেটিভ সুপার ভাইজার মোশাররফ হোসেন হারুন বলেন,ফুটপাতের হকার ও দোকানদাররা ময়লা গুলো ফেলে থাকে। আমাদের সামনে ফেলেনা। কারন শহীদ মিনার ময়লা ফেলার স্থান নয়। আজ আমরা ভালভাবে পরিস্কার করে দিয়েছি।
You must log in to post a comment.