মুজিবনগর দিবস উপলক্ষ্যে মদনপুরে যুবলীগ নেতা অহিদের নেতৃত্বে শোডাউন
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডে মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভাকে সফল করতে বন্দর থানা যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদের নেতৃত্বে কয়েক হাজার কর্মী-সমর্থকদের সমন্বয়ে ব্যান্ড বাদ্য বাজিয়ে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানো স্লোগানে মুখরিত করে একটি বিশাল মিছিল উক্ত সমাবেশস্থলে উপস্থিত হয়। মঞ্চে উপবিষ্ট সকলে অহিদের মিছিলকে হাত তালি দিয়ে অভিবাধন জানান এবং বিশাল মিছিল দেখে সকলে অভিভূত হন। উক্ত মিছিলে বন্দর থানা যুবলীগ নেতা আমজাদ হোসেন, ধামগড় ইউপি’র ৭নং ওয়ার্ড মেম্বার হাফেজ আইয়ুব, ২৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান, আফজাল হোসেন, আলী নূর, নাজমূল, আল আমিন, আমজাদ হোসেন, আব্দুল্লাহ, ইয়াছিন, নোমান, আলী, শান্ত সহ কয়েক হাজার কর্মী-সমর্থক উপস্থিত থেকে উক্ত মিছিলে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া ও প্রধান বক্তা হিসেবে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ উপস্থিত ছিলেন।
You must log in to post a comment.