মনোনয়ণ পত্র জমা শেষে মাহমুদা আক্তার: নারীদের সমুচিত অধিকার আদায়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে উৎসব মূখর পরিবেশে পূণরায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ণ পত্র জমা দিলেন এড. মাহমুদা আক্তার। মঙ্গলবার ২১মে দুপুরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সঙ্গে নিয়ে এসিস্টেন্ট রিটার্নিং অফিসারের নিকট তিনি মনোনয়ন পত্রটি জমা দেন।
পরে এড. মাহমুদা আক্তার গনমাধ্যমকে বলেন,আমি একজন আইনজীবী পাশাপাশি বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে পূণরায় অংশ গ্রহন করতে যাচ্ছি। বিগত ৫টি বছর উপজেলাবাসীকে কি দিতে পেরেছি জানিনা তবে সবসময় ভাল কাজের উদ্দেশ্যে পদচারনাই ছিল আমার মূখ্য বিষয়। নারীদের সমুচিত অধিকার আদায়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ। অনেকে এ পদে প্রতিদ্বন্দিতা করবে। তবে যোগ্য প্রার্থীকে ভোট দিতে আমি ভোটার ভাই বোনদের অনুরোধ করব। সম্মান আল্লাহ প্রদত্ত। আপনারা কোন অযোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করবেন না। আমি আপনাদেরই সন্তান। আমার জন্য দোয়া করবেন।
You must log in to post a comment.