মদনপুরে পল্লী বিদ্যুতের রাক্ষুসী প্রিপেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরের মদনপুরে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১০ টায় মদনপুর টু জয়দেবপুর সড়কের পাশে মদনপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বত্র আগামী কয়েকদিনের মধ্যে স্থাপনকৃত সকল প্রিপেইড মিটার সরিয়ে না নিলে এবং নতুন কোন প্রিপেইড মিটার স্থাপন করা হলে বক্তারা বৃহত্তম কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারী দেন। পল্লী বিদ্যুতের এই প্রিপেইড মিটারকে রাক্ষুসে আক্ষা দিয়ে মানববন্ধন ও সমাবেশে মদনপুর সহ আশেপাশের এলাকার রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকাবাসী বলেন, জনগনের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারের উচিৎ প্রিপেইড মিটার বন্ধ করে দেওয়া। তাদের যে বিদ্যুৎ বিল আগে আসতো প্রিপেইড মিটার স্থাপনের পর তা বেড়ে দ্বিগুনেরও বেশী দাড়িয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ও ছোট বড় সকল শ্রেণী পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, যা আয় করি তার অর্ধেক যদি বিদ্যুৎ বিলই দিতে হয় তাহলে স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে আমাদের জীবন ধারণ করা অসম্ভব হয়ে যাবে। এদিকে আগামী বৃহস্পতিবার মদনপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের কয়েক হাজার জনগণকে নিয়ে আরও একটি মানববন্ধন হবার কথা রয়েছে।
You must log in to post a comment.