ভূমিদস্যু আহম্মেদ আলীর ডকইয়ার্ডে বিআইডব্লিউটিএ’র অভিযান
ফতুল্লা(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার চিহিৃত ভূমিদস্যু আহম্মেদ বেপারীর নদী দখল করে স্থাপিত ডর্কইয়ার্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএর উচ্ছেদ কারী দল।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়।নদী দখল করে জাহাজ নির্মান করায় বিআইডব্লিউটিএ তীব্র অসন্তোষ প্রকাশ করে। দখলকৃত জমি হতে জিনিষপত্র সরিয়ে নিতে ২ মাসের সময় প্রার্থনা করে অবৈধভাবে দখল করা বেপারী ডকইয়ার্ডের মালিক পক্ষ।
এলাকাবাসী জানান,ভূমিদস্যু আহম্মেদ আলী বেপারী সরকারী নদী দখল করার পাশাপাশি মুক্তিযুদ্ধা জুলহাস,শাহা আলম,আলীসহ অনেক নিরীহ মানুষের জমি দখল করে ডকইয়ার্ড নির্মান করে। নিরীহ জমির মালিকগন তাদের জমি ছেড়ে বললে তাদের নামে চাদাঁবাজিসহ নানান ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে।
মিথ্যা মামলা ও এলাকাবাসীকে হয়রানি করায় আহম্মেদ আলী বেপারীর বিরুদ্ধে ২০১৮ সালের শেষ দিকে প্রতিবাদ সভা,ঝাড়ুঁ মিছিল করে এলাকাবাসী।
আহম্মেদ আলী বেপারীর ডকইয়ার্ডে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সাধুবাদ জানান এলাকাবাসী।
আহম্মেদ আলী বেপারীর বিরুদ্ধে ভূমিদস্যুতার একাধিক অভিযোগ থাকলেও সব সময় রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
নিরীহ এলাকাবাসী ভূমিদস্যু আহম্মেদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
You must log in to post a comment.