বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় এমএ রশিদকে যুবলীগ নেতার নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : ২১ মে ২০১৯ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। সেক্ষেত্রে সরকারিভাবে ঘোষণা না আসলেও তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে চলেছেন। তার নির্বাচিত হবার খবরে ২২ মে ২০১৯ বুধবার সন্ধ্যায় এম এ রশিদকে তার বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া। এসময় মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা সারোয়ার হোসেন কিরণ, মোস্তাক আহম্মেদ, আজহারুল ভূঁইয়া, লিটন মিয়া, ইসমাঈল ভূঁইয়া, ফারুক ভূঁইয়া ও রহিম মিয়া প্রমুখ উপস্থিত থেকে এম এ রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
You must log in to post a comment.