বিএম স্কুল শাখার নির্বাচনে রকিবুল ইসলাম ভূইয়ার লিফলেট বিতরন
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে বিএম ইউনিয়ণ স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে রকিবুল ইসলাম ভূইয়া শিপলু লিফলেট বিতরন ও ভোট প্রার্থনা করেছেন। মঙ্গলবার ১৪মে সকালে বন্দর শাহীমসজিদ,হাফেজীবাগ,নুরবাগ,দত্তবাড়ীসহ বিভিন্ন স্থানে ২নং ব্যালটে দোয়া কামনা করেন।
এ সময় ভোটারা স্বতস্ফূর্তভাবে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন ও তাকে বিজয়ী করার আহ্বান জানান। এবার দক্ষ সংগঠক,ক্রীড়াপ্রেমী ও ক্লিন ইমেজের প্রার্থী রকিবুল ইসলাম ভূইয়া শিপলুই জনমতে এগিয়ে আছেন বলে তারা জানান।
লিফলেট বিতরন পূর্বক সাক্ষাতে ভোটারদের উদ্দেশ্যে রকিবুল ইসলাম বলেন,আমি আপনাদের সন্তান হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চাই। আমি আপনাদের সুচিন্তিত মতামতে এগিয়ে আসতে চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন।
You must log in to post a comment.