বিএম ইউ: স্কুল শাখার নির্বাচন কাল : প্রার্থীদের ঘোরদৌরে মহিউদ্দিন ও শিপলু ভূইয়া এগিয়ে
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : জমে উঠেছে বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গভনিং বডির (স্কুল শাখা) অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল শুক্রবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এক টানা ১৮৫৫ জন অভিভাবক ভোটার তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।নির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হচ্ছেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ( প্রতীক ১ ), রকিবুল ইসলাম ভূইয়া শিপলু ২ , এবং পনির ভূইয়া ( ৩) । প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে তাদের প্রচার প্রচারনা শেষ করেছেন। প্রার্থীদের ঘোরদৌরে ১ নং প্রতীকের মহিউদ্দিন সিদ্দিকীকে নিয়ে ভোটাররা ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা দীর্ঘদিন পরে এই নির্বাচনকে সাধুবাদ জানিয়ে তাদের আকাংঙ্খা পুরন করার স্বপ্ন দেখছে। অভিভাবকরা বলেন সৎ ও যোগ্য ব্যক্তি যদি ঐতিহ্যবাহী এই স্কুল কমিটিতে আসে তবেই শিক্ষা ও শৃংঙ্খলার গতি ফিরে আসবে। এই বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র এবং একজন স্বনামধন্য শিক্ষকের সন্তান হিসেবে অভিভাবকরা মহিউদ্দিন সিদ্দিকীকে বেছে নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীক সাংবাদিকতা হিসেবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জড়িত থেকে কল্যানমূখি কাজে সম্পৃক্ত থেকে সর্ব শ্রেনীর মানুষের কাছে প্রানের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। অন্যদিকে ক্রীড়া সংগঠক রকিবুল ইসলাম শিপলু ভূইয়াকে চাচ্ছে অভিভাবক মহল। ২নং প্রতিকধারী এ প্রার্থীও বিভিন্ন সংগঠনে সামাজিক কাজে অগ্রগতি দেখিয়েছেন। সে সুবাদে তিনিও অভিভাবকদের পছন্দের প্রার্থী হিসেবে গুঞ্জন রয়েছে।
You must log in to post a comment.