বন্দরে ৪ জুয়ারী আটক
বন্দরে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে আটক করেছে কামতাল তদন্তকেন্দ্র পুলিশ। শনিবার রাতে বন্দর উপজেলার পিচকামতালস্থ জনৈক নুরুল আমিনের বাড়ীর সামনে থেকে এদের আটক করা হয়।
কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন আটককৃতদের কাছ থেকে ১ বান্ডিল তাশ ও জুয়া খেলার নগদ ৩২’শ ৯০ টাকা জব্দ করা হয়।
ধৃতরা হচ্ছে জুয়ারীরা হলো বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ নগর এলাকার মৃত আহাদুল্লাহ মুন্সি ছেলে মনু (৫০) দৌলতপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে হৃদয় (১৮), পিচকামতাল এলাকার মৃত ওমর আলী মিয়ার ছেলে মাসুম (২০) ও দৌলতপুর এলাকার মিলন মিয়ার ছেলে মাঈনুল (২৩)।
কামতাল তদন্তকেন্দ্রের ইনর্চাজ এসআই আনোয়ার হুসাইন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ৪ জুয়ারীকে আটক করতে সক্ষম হই। পরে আটককৃতদের জুয়া আইনের ৪ ধারায় রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
You must log in to post a comment.