বন্দরে মায়ের সাথে অভিমান করে মাদকসেবীর আত্নহত্যা
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে মায়ের সাথে অভিমান করে শামীম (২২) নামে এক মাদকসেবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ জুন) রাতে বঙ্গশাসন এলাকায় এ ঘটনাটি ঘটে।
আতœহননকারী শামীম বন্দর উপজেলার বঙ্গশাসন এলাকার কমর আলীর ছেলে।
এ ব্যাপারে শামীমের পিতা করম আলী বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
জানা গেছে,পারিবারিক কলহের জের ধরে মাদকসেবী শামীমের সাথে তার মায়ের সাথে অভিমান হয়। পরে সে কোন এক সময়ে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক নাহিদ মাছুম দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
You must log in to post a comment.