বন্দরে বাগবাড়ি-কুশিয়ারা সংযোগ সড়কের নির্মাণ কাজ এগিয়ে
বন্দর ইউনিয়নের ৯ নং ওর্য়াডস্থ বাগবাড়ি-কুশিয়ারা সংযোগ সড়কের কাজ তরান্বিত করতে চেয়ারম্যান নিজেই তদারকি করছে। কাঁচা সড়ক পাকা করনের কাজ শুরু হয়েছে মাত্র ৩/৪ দিন । এর মধ্যে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ ১৫ মে (বুধবার) তীব্র তাপদাহ উপেক্ষা পূর্বক দুপুরে নির্মাণ কাজের তদারকি করেন। দুপুর সোয়া ১২ টা থেকে প্রায় পৌনে ২ টা পর্যন্ত তিনি রোজা রেখে নির্মাণকাজ পরিদর্শণ করেন এবং বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দেন।
এ সময় ৯ নং ওর্য়াড যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর ২৪ নং ওর্য়াড ছাত্রলীগের সাধারন সম্পাদক খুরশান আহম্মেদ, রিফাত, দ্বিন ইসলাম, তোবারক মিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিল।
এ সময় বাগবাড়ি এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা একজন যোগ্য চেয়ারম্যান পেয়েছি। যার কোন অলসতা, ধীরগতি নেই। মানুষকে আশ্বাস না দিয়ে নিজেই কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন। এমপি সেলিম ওসমানের সার্বিক সহযোগিতায় ও চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদের নিরলস পরিশ্রম এবং তদারকিতে এত অল্প সময়ে নতুন কাঁচা রাস্তা পাকা রুপ নিতে যাচ্ছে। আমরা এমন জনপ্রতিনিধি বার বার এই ইউনিয়নে প্রত্যাশা করি।
You must log in to post a comment.