বন্দরে পাওনাদারকে জিম্মাদারের প্রহার,থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে পাওনা টাকা চাওয়ায় অনন্যা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার প্রোপাইটর মানিক(৩৫)কে চড়থাপ্পরসহ দোকানে তান্ডপ চালিয়ে প্রান নাশের হুমকি দিয়েছে জিম্মাদার উশৃঙ্খল শুক্কুর মিয়া। বৃহস্পতিবার ২০জুন দুপুরে বন্দর রুপালী গেইট এলাকা অনন্যা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকানে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে বন্দর থানায় মানিক মিয়া বাদী হয়ে শুক্কুর মিয়াকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগে উল্লেখ করা হয়,বিগত ২বছর পূর্বে বন্দর ছালেনগর এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে শুক্কুর মিয়া অনুরাগ শ্রমজীবী সমবায় সমিতি থেকে কিস্তির মাধ্যমে পরিশোধের কথা বলে ৩৫হাজার টাকা সে নিজে জিম্মাদার হয়ে তার ড্রাইভারদের মাধ্যমে উত্তোলণ করে। পরে অনুরাগ শ্রমজীবী সমবায় সমিতির স্বত্বাধিকারী মানিক মিয়া শর্তানুযায়ী ৪মাসে পরিশোধ করার কথা থাকলেও শুক্কুর মিয়া দেই দিচ্ছি বলে তালবাহানা করে প্রায় ২বছর কাটিয়ে দেয়।
এর ধারাবাহিকতায়,বৃহস্পতিবার দুপুরে রুপালী গেইট এলাকায় অনন্যা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকানে মানিক মিয়া শুক্কুর মিয়াকে কিস্তির টাকা দিয়ে যেতে খবর দেয়। জিম্মাদার শুক্কুর মিয়া টাকা দিবেনা বলে মানিক মিয়াকে তার দোকানে এসে অকথ্য ভাষায় গালমন্দসহ হুমকি ধামকি দেয়। একপর্যায়ে শুক্কুর মিয়া মানিককে চড় থাপ্পর দিয়ে দোকানে তান্ডপ চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসার পূর্বেই শুক্কুর মিয়া পালিয়ে যায়।
You must log in to post a comment.