বন্দরে নাসিম ওসমান স্বরণে সেচ্ছাসেবকলীগ নেতা জিয়াউল হাসান বাবুর দোয়া
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : নারায়নগঞ্জ -৫ আসনের ৪ বারের নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্নার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মহানগর সেচ্ছাসেবকলীগের নির্বাহী কমিটির সদস্য জিয়াউল হাসান বাবুর উদ্যােগে কোরআন খতম শেষে বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ মে ( রোববার) বাদ যোহর কদম রসুল দরগাহ মসজিদে কোরআন খতম ও বাদ আছর দরগাহ মসজিদসহ ৩ টি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেন। কোরআন খতম করেন হাফেজ মাওলানা মোঃ শহিদুল্লাহ, হাফেজ মাওলানা শরিফুল্লাহ শাহিন, মাওলানা মোঃ সোরহাব আলী, মাওলানা মোঃ সামছুদ্দোহা, হাফেজ আনোয়ার, হাফেজ আমান, হাফেজ মোঃ মোকাদ্দেস, মোহ আবু বক্কর সিদ্দীক, মোঃ ইউসুফ। বাদ আছর বার আউলিয়ার আস্তানা( পঁচা শাহ্) ‘ র মসজিদ ও রসুল বাগ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া শেষে তোবারক বিতরন করা হয়।
You must log in to post a comment.