বন্দরে গাজাঁ ও ইয়াবাসহ গ্রেফতার-৩
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে ৫’শ গ্রাম গাজাঁ ও ৩’শ ৮৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার ২৪জুন বিকেলে মদনগঞ্জ ট্রলারঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে থানার মাহমুদ নগর এলাকার মোতালিব প্রামানিকের ছেলে গাঁজা ব্যবসায়ী জুয়েল(৩০), একই এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে সোহেল (২৮) ও দড়ি সোনাকান্দা এলাকার চান বাদশা মিয়ার ছেলে মানিক (২৭)।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৩৯(০৬)১৮ইং ও ৪০(০৬)১৯ইং।
থানা সুত্রে জানা গেছে,সোমবার বিকেলে গোপন সংবাদ মাধ্যমে র্যাব-১১ এর ডিএডি মোঃ ফরিদুর রহমানের নেতৃত্বাধীণ একটি টিম মদনগঞ্জ ট্রলারঘাটসহ আশপাশের এলাকায় মাদক অভিযান চালায়। অভিযানে মদনগঞ্জের ট্রলার ঘাট সংলঘœ সড়কের পাশে নুর ইসলামের দোকানের সামনে থেকে মাহমুদ নগরের মাদক ব্যবসায়ী জুয়েলকে ৫’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে একই দিনে ইয়াবা ব্যবসায়ী সোহেল ও মানিক মাদকের একটি চালান পাইকারী বিক্রির জন্য মদনগঞ্জ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১১’র টিম কৌশলে তাদের হাতে নাতে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের দেহতল্লাশীকালে ৩’শ ৮৮পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হইবে।
You must log in to post a comment.