বন্দরের মাটি আমার রক্তের সাথে মিশে আছে–পারভিন ওসমান
সাকির আহমেদ বাপ্পি,(নিউজ বন্দর ২৪) :নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান বলেছেন,নারায়ণগঞ্জ বন্দরের মাটি আমার রক্তের সাথে মিশে আছে। কেননা,আমি একজনের স্ত্রী তার জীবন ছিল বন্দর বাসীর জন্য। আমি যতদিন বেঁচে থাকব বন্দরবাসীর প্রানের মানুষ হিসেবে বাচব। বন্দরের প্রতিটি মানুষের হৃদয়ে নাসিম ওসমান বেচে আছে। নাসিম ওসমান ছিলেন বন্দরের সাধারন জনতার নেতা। আপনারা নাসিম ওসমানের আতœার মাগফেরাত কামনা করবেন।
শুক্রবার(১৯এপ্রিল) বিকেলে এম.সি.ই এল.ইডি টিভি কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,খেলাধুলা দিয়েই তোমাদের এগিয়ে যেতে হবে। পরিশ্রমের মাধ্যমেই তোমরা সফলতা আনতে পারবে। মনে রাখবে,পরিশ্রমে ধন আনে পূণ্যে আনে সুখ। আর তোমরা মাদক থেকে দূরে থাকবে। মাদকসেবীকে সমাজের কেউ ভাল চোখে দে;খেনা। পরিবারের মধ্যে মাদকসেবী সন্তান থাকলে সে পরিবারেরও অশান্তির কোন অন্ত থাকেনা। তোমার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।
এ সময় এম.সি.ই এল.ইডি টিভি কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধণ করেন সমাজ সেবক ও ব্যবসায়ী সায়েম হোসেন।
৫২নং সোনাকান্দা বেপারীপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মতিউর রহমান সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম,২২নং ওয়ার্ড জাপার সভাপতি আজহারুল ইসলাম জিন্নাহ,এমসিই গ্রপের চেয়ারম্যান হোসেন মিয়া,সহসভাপতি মামুন হোসেন,জাতীয় মহিলা পার্টির সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার,সাবেক নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,মহিলা মেম্বার শাহানাজ বেগম বুলি,শাহিদা ইয়াসমিন,সালমা চৌধুরী,সমাজসেবক শফিউল্লাহ,ফুটবলার সোহেল মিয়া প্রমূখ।
পরিশেষে ফুটবল টূর্ণামেন্টে ফাইনাল খেলায় তাপসির ওয়ারিয়রস চ্যাম্পিয়ন শিরোপা গ্রহন করেন আর রানার্সআপ কাপ নেন সোনাকান্দা চৌধুরীপারা একাদশ দল।
You must log in to post a comment.