ফতুল্লায় মা-মেয়েকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ
ফতুল্লার শিবুমার্কেট নয়ামাটি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পান্না বেগম (২২) ও তার তিন বছরের মেয়ে তানিসাকে মারধর করেছে দোকানদার হাকিম ও তার ছেলে। এ ঘটনা ঘটেছে সোমবার ৮ এপ্রিল সকাল ১১টায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পান্না হাকিম ও তার ছেলে রবিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার শিবু মার্কেট নয়ামাটি এলাকার রুবেলের মেয়ে তানিসা (৩) বিশ টাকা দিয়ে হাকিমের দোকান থেকে চিপস আনে। এতে ১০ টাকার টিপস দিলে বাকী ১০টাকা না দেয়ায় পান্না হাকিমের দোকানে গিয়ে বাকী টাকা চায়। এসময় হাকিমের সাথে তর্ক লাগে একপর্যায় হাকিম (৫০) ও তার ছেলে রবিন (২০) রুবেলের স্ত্রী পান্নাকে মারধর করে নীলা ফুলা জখম করেছে। এসময় তার তিন বছরের শিশু কন্যাকে মারধর করে রবিন।
পুলিশ জানা যায়, তদন্ত করে সঠিক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
You must log in to post a comment.