ফতুল্লায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ফতুল্লা(নিউজ বন্দর ২৪) : ফতুল্লায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিউ ন্যাশনাল ব্রিক ফিল্ডের পূর্বপার্শ্বে একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল করিম দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি ও ফুলহাতা চেক শার্ট রয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল করিম এ বিষয়ে জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
You must log in to post a comment.