পাগলায় চাচাকে পিটিয়েছে ভাতিজা
ফতুল্লা(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকায় ভাতিজাদের প্রহারে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে চাচা জামান মিয়া।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ জুন) রাত ২ টায় পাগলা পূর্ব দেলপাড়া এলাকায়।
পাগলা পূর্ব দেলপাড়া এলাকার মৃত ফজলু মিয়ার পুত্র জামান মিয়া জানান,আমি একটি চায়ের দোকান দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছি।
আমার চায়ের দোকানে আগত কাষ্টমারদের সাথে আমার ভাতিজা আকাশ ও আসিফ প্রায় খারাপ আচরন করে থাকে। আমি বারবার নিষেধ করা সত্বেও কোন বাধা মানেনি। আমার চায়ের দোকান ২৪ ঘন্টা খোলা থাকে।
ঘটনার দিন রাত ২ টায় আমার দোকানে এসে কাষ্টমারদের সাথে খারাপ ব্যবহার করে।আমি নিষেধ করায় আমার সাথে তর্কবিতর্ক হওয়ার একপর্যায়ে একই এলাকার কামাল মিয়ার পুত্র আকাশ ও আসিফ,মৃত ফজলু মিয়ার পুত্র কামাল ও তার স্ত্রী শাহনাজ ওরফে পুতুল দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ক্যাশ হতে নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয় ও দোকান ভাংচুর করে।আমার চিৎকারে আমার পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You must log in to post a comment.