ডিস বাবুর সহযোগি বন্দরে সন্ত্রাসী সজিব গ্রেপ্তার
আলোচিত ডিস বাবুর সহযোগী স্থানীয় সন্ত্রাসী সজিব (৩৫)কে মারামারি মামলায় গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। সোমবার রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সজিব বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সজিবের বিরুদ্ধে বন্দর থানায় মারামারি মামলা রয়েছে। সে শহরের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও দূধষ সন্ত্রার্সী ডিস বাবুর সহযোগি। গ্রেপ্তারকৃত সজিব সম্প্রতি বন্দর ফরাজিকান্দা, সোনাকান্দা, মদনগঞ্জ, আলীনগরসহ বেশ কিছু এলাকায় ডিস বাবু পরিচয় দিয়ে উক্ত এলাকায় একচাটিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। সে সাথে সজিব উল্লেখিত এলাকার শান্তি প্রিয় এলাকাবাসীর সাথে মারামারি ও চাঁদাবাজীসহ সংঘর্ষে জড়িয়ে পরে।
গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
You must log in to post a comment.