ছাত্রলীগনেতা হাসনাত রহমান বিন্দুর উদ্যোগে: অয়ণ ওসমানের সুস্থ্যতা কামনায় বন্দরে বিভিন্ন মসজিদে দোয়া
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দুর উদ্যোগে প্রভাবশালী সাংসদ পুত্র অয়ণ ওসমানের সুস্থ্যতা কামনায় বন্দরে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০জুন বাদ আছর বন্দরের বিভিন্ন মসজিদে তারুন্যের অহংকার সাংসদ পুত্র অয়ন ওসমানের জন্য এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে ছাত্রলীগনেতা হাসনাত রহমান বিন্দু জানান,নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র তারুন্যের প্রতিক যুব সমাজের আইকন অয়ন ওসমানের শারিরীক সুস্থ্যতা কামনায় দোয়া কামনা করছি। পাশাপাশি ১৬ কোটি মানুষের আশ্রয়স্থল মানবতার মা জননেত্রী শেখ হাসিনাসহ দানবীর সাংসদ সেলিম ওসমান,শামীম ওসমান ও পরিবারের সকল সদস্যের সু-স্বাস্থ্য কামনা করছি।
You must log in to post a comment.