আড়াইহাজারে ৪ কেজি গাজা ও ২২১ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১
আড়াইহাজার(নিউজ বন্দর ২৪) :নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪০ কেজি গাজা ও ২২১ ক্যান বিয়ার সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানাগেছে,১৯ জুন বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর ফেড়িঘাট এলাকা দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ট্যাক্সি দিয়ে মাদক নিয়ে যাচ্ছে এই সংবাদের ভিত্তিতে গোপালদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাসির হোসেন সহ পুলিশের একটি দল গাড়িটিকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে গাড়িটি বিশনন্দী ইউনিয়নের গাজিপুরা এলাকায় আঃ রাজ্জাক এর বাড়ির সামনে পাকা রাস্তায় ফেলে রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ গাড়িটি উদ্ধার করে গাড়ি তল্লাসি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ কেজি গাজা উদ্ধার করে।
অপর দিকে একই দিন ভোর রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জামাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল্লাহ(৩৫) কে আটক করে। পরে তার স্বীকারোক্তি ও তার দেখানো মতে তার ঘর থেকে ২২১ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান,উভয় ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।
You must log in to post a comment.