আড়াইহাজারে সিঁদ কেটে মন্দিরে ঢুকে ৪টি মূর্তি ভাংচুর
প্রতিনিধি আড়াইহাজার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিঁদ কেটে মন্দিরে ডুকে একটি মন্দিরের ৪টি মূর্তি ভাংচুড় করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের মধ্যে আতংক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে,২৬ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা এলাকায় প্রদীপ মিত্রের বাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে । রাধাকৃষ্ণ মন্দিরের সাধারন সম্পাদক লোকনাথ বর্মন জানান,শুক্রবার বিকালে মন্দিরের পুজারী হ্যাপী রানী মিত্র বিকালে মন্দিরে মন্দিরের দরজা বদ্ধ করে চলে যায়। সন্ধ্যার পূর্বে হ্যাপী রানী মিত্র পূনরায় মন্দিরে গেলে মন্দিরের জানালা খোলা দেখতে পায়। পরে সে দরজা খুলে ভিতরে গিয়ে দেখতে পায় মন্দিরের রাধাকৃষ্ণ ও গৌর নিতাই ৪টি মাটির মূতি ভাংচুর অবস্থায় পড়ে রয়েছে। এ ঘটনাটি সে সাথে সাথে মন্দির কমিটির সভাপতি অমল দাস ও সাধারন সম্পাদক লোকনাথ বর্মন সহ হিন্দু সমাজের সকল লোকজনকে জানায়। পরে এ ঘটনা আড়াইহাজার থানা পুলিশকে জানালে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রদীপ মিত্র জানান, মন্দিরটি তার বাড়ির সীমানার উত্তরপাশে একটু নির্জনস্থানে হওয়ায় পূজার্চনার কাজ ছাড়া লোকজন সেখানে কমই আসা যাওয়া করে থাকে। তবে তিনি মন্দিরে ঢুকে কে বা কারা ভাংচুর করেছে তা জানেনা বলে জানান।
আড়াইহাজার থানার ওসির মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। তবে ওসি(তদন্ত) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
You must log in to post a comment.