আড়াইহাজারে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত
আড়াইহাজার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত একটি ছাপাখানা ভাঙ্গার সময় দেয়াল টাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ২০ মে সোমবার বেলা ১১টার সময় উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী কলাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এলাকার শাখাওয়াত হোসেনর সাকু নামে এক ব্যক্তির পরিত্যক্ত ছাপাখানার টিনসেট দালালটি এলাকার আব্দুল কুদ্দুছ নামে এক ব্যক্তির নিকট বিক্রি করে দেয়। সেই পরিত্যক্ত ছাপাখানাটি গত তিন দিন যাবৎ নিবাস(৩৫) ও সফিকুল(৫০) নামে দুই শ্রমিক ভাঙ্গার কাজ করতে ছিল। ঘটনার দিন নিবাস দেয়াল ভাঙ্গার সময় হঠাৎ কংকিটের ভিম সহ বড় একটি দেয়াল নিবাসের উপর পড়ে যায়। এ ঘটনাটি তার সহকর্মী ও স্থানীয় লোকজন দেখে প্রায় ৩০মিনিটের চেষ্টায় দেয়ালের নিচ থেকে নিবাসের মৃত দেহ উদ্ধার করে। নিহত নিবাস নরসিংদী জেলার মাধবদী থানার দস্তরদী এলাকার শ্যাম চরনের ছেলে বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি সফিকুল ইসলাম জানান,পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
You must log in to post a comment.