আড়াইহাজারে এক শ্রমিককে গলাকেটে হত্যার চেষ্টা
আড়াইহাজার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কৃষি শ্রমিক মোঃ আরিফ রব্বানী(৫০)কে গলাকেটে হত্যার চেষ্টা চালানো হয়েছে। পুলিশ আহত শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকালে স্থানীয় লোকজনদের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে পুলিশ মূমূর্ষ অবস্থায় ঐ শ্রমিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের উপপরিদর্শক রফিউদ্দৌলা জানান,আহত ব্যক্তিটির গলা,গাড় ও মুখমন্ডল মারাত্মকভাবে কাটা রয়েছে। আহত ব্যক্তিটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পাইলকুল চাকরানী দারুলিয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে বলে পুলিশ জানায়। পুলিশ ধারনা করছে আহত ব্যক্তি ধানকাটার জন্য এ এলাকায় কাজ করতে আসতে পারে। এ ঘটনার সাথে কে জড়িত তা এখনোও অস্পষ্ট।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান,ঘটনাটি রহস্যজনক। তদন্ত করে দেখা হচ্ছে।
You must log in to post a comment.