আলীরটেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জাকির চেয়ারম্যান
ফতুল্লা(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন কুড়েঁরপাড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
বুধবার (১ মে) বিকাল ৫ টায় অগ্নিকান্ড এলাকায় যান ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান।
এ সময় ক্ষতিগ্রস্তদের উদ্যেশ্য বলেন,মহান আল্লাহ যেমন বিপদ দেন এবং তিনিই বিপদ হতে মুক্তি দেন। ঈমান পরীক্ষার জন্য বিপদ দিয়ে থাকেন। কাজেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে ঘুরে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপি সভাপতি আব্দুর রহমান,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান সরকার,সাবেক ব্যাংকার আলী আহাম্মদ মোল্লা,আলহাজ্ব জয়নাল আবেদীন, সদর থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ওমর ফারুক, আলীরটেক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদির,আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বিপ্লব,সাবেক ইউপি মেম্বার ফিরোজ, বর্তমান মেম্বার সিরাজুল ইসলাম সিরু,সমাজসেবক হাজ্বী শরীফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, নেকবর বেপারী,সেলিম সরদার,ব্যবসায়ী দিদার হোসেন, হযরত মন্ডল,মোঃ সালাম,সেলিম পাঠান,বাতেন পাঠান প্রমুখ।
আলহাজ্ব মোঃ জাকির হোসেন অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত হাসান আলী,হোসেন আলী,জালাল,আক্তার,দেলোয়ার ও মাহিজ উদ্দিনের পরিবার কে ২৫ হাজার টাকা করে দেড় লক্ষাধিক টাকা ও মোরশেদাকে ১০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।
You must log in to post a comment.